হাইমচরে আব্দুল কুদ্দুস পাটওয়ারী সমাধিতে সুজিত রায় নন্দীর শ্রদ্ধা নিবেদন।

 

মোঃ হোসেন গাজী।।

২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ তে বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুস পাটওয়ারী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের জননেতা সুজিত রায় নন্দী।

১৯ আগস্ট শুক্রবার বিকালে আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সুজিত রায় নন্দী বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা ও দলটিকে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। আহত হন শতাধিক নেতাকর্মী এবং নিহত হন হাইমচরের কৃতি সান্তা কেন্দ্রীয় সপবক’লীগ সদস্য আব্দুল কুদ্দুস পাটোওয়ারী।

ফুলেল শ্রদ্ধায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ন পাটওয়ারী,শাহ আলম পাটোয়ারী-সাবেক সভাপতি হাইমচর উপজেলা যুবলীগ। উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ খালেক আখন, সাবেক ছাত্র নেতা ফখরুউদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু জমাদার, আওয়ামী লীগ নেতা লিটন সিকদার, নজির গাজী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নোয়াব মোল্লা, হাইমচর কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল ভূইয়া, সাধারণ সম্পাদক আল মামুন, শ্রমিক লীগের নেতা শাহিন জমাদার, মোঃ রিফন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, তিমিনাহার ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন লিটন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারের খোঁজখবর নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন সুজিত রায় নন্দী।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:২৫)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০