২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে রাউজানে বিক্ষোভ সমাবেশ

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৮ বছর আগে হত্যা প্রচেষ্টায় জড়িতদের ফাঁসীর দাবিতে রাউজানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ।গতকাল রোববার (২১ শে আগস্ট) বিকালে মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে ভাচ্যুয়ালী যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।তিনি বলেন ২১ আগস্টের ঘটনায় জড়িত খুনি তারেক জিয়া লণ্ডনে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাকে দেশে এনে ফাঁসীতে ঝুলানোর দাবি এখন ১৬ কোটি মানুষের। তিনি বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধীদের চলমান ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী মুহাম্মদ ইকবাল, জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,চেয়ারম্যান শফিকুল ইসলাম,আব্বাস উদ্দিন, , বিএম জসিম উদ্দিন হিরু,প্রিয়োতোষ চৌধুরী, রবিন্দ্রলাল চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল,কাউন্সিলর শওকত হাসান, আজাদ হোসেন,শওকত হোসেন,মুছা আলম খান,জিয়াউল হক সুমন, তসলিম উদ্দিন,আবদুল লতিফ,তপন দে,মনছুর আলম,হাসান মুরাদ রাজু,আবু সালেক,জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসদর প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:০৪)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০