রাউজানের উরকিরচর ইউনিয়নে হালনাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি;
রাউজানের উরকিরচর ইউনিয়নে হাল নাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন করলেন চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে হাল নাগাদ ভোটার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় ইতিমধ্যে ২৩ হাজার তরুণ তরুণী ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করা ব্যক্তিদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ আগস্ট সোমবার সকালে উরকিরচর ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্য়ক্রমের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, পরিষদের সচিব তবারক হোসেন. ইউপি সদস্য কাউছার আলম, দিবস বড়ুয়া, নুরুল আজিম জুয়েলসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা। রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনকে ভোটার হওয়ার ফরম পূরণ করেন। রাউজানের বিভিন্ন এলাকায় আগামী ১ সেপ্টেম্বর পর্ষন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে। উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান, ভোটার হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার জন্য আসা নারী-পুরুষরা যাতে ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারে সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা করা হয়েছে। উরকিরচর ইউনিয়নে যাতে কোন ভোটার বাদ না পড়ে সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:৪৭)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১