টাঙ্গাইলের মধুপুরে টিসিবির গাড়িতে অভাবি মানুষের ভীড়

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে টিসিবির পণ্য কিনতে আসা অভাবি মানুষের ভীড়ে নাস্তানাবুধ কর্তৃপক্ষ। রোববার (২৮ আগস্ট) মধুপুর পৌর শহরের মালাউড়ি শামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১শ ৩২টি কার্ডের বিপরীতে কয়েক হাজার অভাবি মানুষ ভীড় করেছেন।
নিত্যপণ্যের দাম যথন আকাশ ছোঁয়া,তখন সূলভ মূল্যে পণ্য বিক্রির বিজ্ঞাপন পেয়ে দেশের মানুষ চাতক পাখির মত টিসিবির ভ্রাম্যমান গাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সারাদেশের মত মধুপুরেও টিসিবির গাড়ির পেছনে লম্বা লাইন।
বোববার সারাদিন ২ কেজি সয়াবিন তৈল, ২ কেজি মসারির ডাল, ১ কেজি চিনি মোট ৫ কেজি পণ্য ৪১০ টাকায় বিক্রি করেছে টিসিবির ডিলার। দুপুরে টিসিবির ভ্রাম্যমান পণ্য বিক্রি কেন্দ্রে গেলে সংবাদকর্মীদের চোখে পড়ে অব্যবস্থাপনার চিত্র ।
গোপদ গ্রামের মোছা.হাফিজা বেগম, বিলকিস বেগম ২দিন ধরে ঘুরেও টিসিবির টিকেট পাননি। টেকিপাড়া গ্রামের মো.হেলাল উদ্দিন, অলিপুর গ্রামের মো.ফরিদ উদ্দিন, টেংরি গ্রামের রাশেদ আলী ফকির জানান, সকাল ৮টায় বিকাল ৩টা পর্যন্ত অপেক্ষা করেও এখনও পাইনি তেল চিনি ডাল। তারা জানান,ডিলারের পরিচিতরাই বেশি পাচ্ছেন। একজনে একাধিকবার পণ্য নিয়ে যাচ্ছেন।
টিসিবির ডিলার খস্দকার শফি উদ্দিন মনি জানান, চাহিদা প্রচুর। কার্ড সংখ্যা কম। কার্ড সংখ্যা বেশি হলে ভালো হতো। অতিরিক্ত চাপে কিছু অব্যবস্থাপনার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন, টিসিবির পণ্যের মাত্রাতিরিক্ত চাহিদা দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দ পেলে এলাকাবাসী সুবিধা পাবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৩৫)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১