হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মরহুম শওকত আলী সরকার বীরবিক্রম ও মরহুম এটিএম আহ্সানুল হকের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.৩০ মিনিটে অত্র মাদ্রাসার সুপার মোঃ আইয়ুব আলী আকন্দ এর সভাপতিত্বে, কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে, মরহুমে রুহের মাগফেরাতে কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম লিচু, রাণীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মন্জু, কাচকোল হাট মহিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম (চাঁদ), বাংলাদেশ আওয়ামী লীগের থানাহাট ইউনিয়নের সভাপতি মোঃ আঃ করিম মিয়া, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি মোঃ সাইফুল্লাহ শওকত জীবন, মোঃ রফিকুল ইসলাম (মেম্বার), মোঃ নাসির উদ্দিন (মেম্বার) এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।