কচুয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মহীউদ্দীন খান আলমগীর এমপি’র উন্নয়ন বিষয়ক মতবিনিময়

সুজন পোদ্দার, কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি ॥
কচুয়ায় উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের সকলকে আমি সরকারের তরফ থেকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের কাজ করার প্রক্রিয়ায় কোন কারনে আপনাদেরকে সরকারের পূর্বানুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না। তবে হা এটাও মনে রাখবেন এটা সরকারি কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে। এর বাইরে কোন কর্মকর্তা যদি গৃহস্থলিত কোন কর্মকান্ড, বউ পিটানো কিংবা ধর্ষণ মামলায় অভিযুক্ত হন তাহলে কিন্তু তাৎক্ষণিক তাকে গ্রেফতার করতে পারবে। এক্ষেত্রে কোন প্রকার পূর্বানুমতি লাগবে না। আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে যাতে সকল নাগরিক স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। সংবিধানের ১বা২ অনুচ্ছেদে বলা হয়েছে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন এই কথাগুলো আপনারা মনে রেখে জনগনকে সেবা দিয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া তোলা সম্ভব হবে। মনে রাখবেন, নারী পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, প্রকৌশলী আব্দুল আলিম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোশারফ হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব প্রমূখ।
একই দিন দুপুর ১২টায় ড. মহীউদ্দীন খান আলমগীর কচুয়া উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৩শত কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আঃ সাত্তার, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান প্রমূখ।
এছাড়াও সকাল সাড়ে ১১টায় তিনি কচুয়া পৌর বাজারে সুলতান ভূইয়া শপিং কমপ্লেক্সে স্বপ্ন সুপার শপের আউটলেটের উদ্বোধণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া সদর দক্ষিণ ইউপির চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, স্বপ্ন সুপার শপ কচুয়া আউটলেটের পরিচালক ও কচুয়া উত্তর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাবেদ হোসেন, প্রকৌশলী কাজী সাইফুর রহমান সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন সকাল সাড়ে ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার সেংগুয়া গ্রামে বেসরকারি সংস্থা কেআইডিপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:১৮)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১