হালদা নদীর চর কাটার অপরাধে শান্তি ব্রীকস মালিককে দুই লাখ টাকা জরিমানা

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জাগে উঠা চর কেটে মাটি নিয়ে ইটভাটায় স্তুপ করে রাখার অপরাধ শান্তি ব্রীকস নামে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আ দিকে হাটহাজারী ছিপাতলী ইউনিয়নের পশ্চিম আবুরখীলের হালদার তীরে শান্তি ব্রীকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ওসহাকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম। অভিযানের এসময় তারা দেখতে পান ইউনিয়নের পশ্চিম আবুরখীলের এই ইটভাটায় হালদার চর থেকে মাটি কেটে স্তুপ করছে ইট তৈরীর প্রস্তুতির জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার জানিয়েছে, নদীর চর কেটে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগ পেয়ে দেখতে গিয়ে প্রমান পাওয়া যায়। এই অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত আইনে শান্তি ব্রীকস এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে হালদা নদীর মাটি ইটভাটায় ব্যবহার না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৫:০২)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০