ঝিকরগাছায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মল্লিকপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : মাদক, সন্ত্রাসকে না বলুন, খেলার মাঠে আসুন এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খেলায় হাড়িয়াদেয়াড়া ফুটবল একাদশকে ১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মল্লিকপুর ফুটবল একাদশ। মল্লিকপুর ফুটবল একাদশের পক্ষে ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব ৩টা, ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসান গাজী ১টা ও ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় বাবু ১টা গোল এবং হাড়িয়াদেয়াড়া ফুটবল একাদশের পক্ষে ৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিল ১টা গোল করেছেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মল্লিকপুর ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব।
লাউজানী স্পোটিং ক্লাবের আয়োজনে আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক ও গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস। ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রইস উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, পৌর যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেছেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেনের ছেলে ও সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন কবির, আব্দুর রাজ্জাক, তবিবুর রহমান উজ্জ্বল, সোহেল মাহমুদ, পিন্টু সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:৩০)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১