আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

পিরোজপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে জেলা সার্কিট হাউস চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) মোল্লা আজাদ।

এসময় বক্তার বলেন, এখন শুধু স্বাক্ষর দিতে পারলেই হবে না। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়া না জানা মানে অন্ধ হয়ে থাকা। আপনারা যারা এই প্রকল্পের শিক্ষার্থী তারা সবাই নিজ নিজ কেন্দ্রে আসবেন এবং অন্যদের শিক্ষা কেন্দ্রে আসার জন্য বলবেন।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:১৫)
  • ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০