গহিরায় ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে দিল ছেলে-প্রতারণার করে লিখে নিয়ে বসতভিটা

 

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা এলাকার ক্যান্সার রোগ আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধের কাছ থেকে নিজের ছেলে জোরপূর্বক হেবা দলিলে বাড়ি ভিটা লিখে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মোহাম্মদ সামশুল আলম নামের এই বৃদ্ধ এখন হাটহাজারী উপজেলায় তার বড় মেয়ের শাশুড় বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। জানা যায় প্রতারণার শিকার বৃদ্ধ সামশুল আলম ঘটনা জানিয়ে যুগ্ম জেলা জজ আদালতে ছেলে ও ছেলে বউ এর বিরুদ্ধে মামলা করেছে(মামলা নং ১৮৫/২০২২)। এই মামলার আর্জিতে জোর করে প্রতারণার মাধ্যমে সৃষ্ট হেবা দলিল বাতিলের আবেদন করা হয়েছে। মেয়ে বাড়িতে অবস্থানকারী শামশুল আলম বলেছেন তিনি ক্যান্সার আক্রান্ত। কিছুদিন আগে তার ছেলে সেলিম উদ্দিন তাকে ফুসলিয়ে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার কথা বলে গাড়ী করে রাউজান সদরে নিয়ে এসে। এরপর তার কাছ থেকে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখে আবার বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পর গত ১৪ এপ্রিল হঠাৎ করে প্রতারক পুত্র সেলিম ও তার স্ত্রী বৃদ্ধের আরেকপুত্র বেদারের স্ত্রীকে এসে বলে বাড়ি ভিটা ছেড়ে শাশুরকে নিয়ে বের হয়ে যেতে। সেলিমের স্ত্রীর দাবি তার শাশুর ভিটা তাদের ও তাদের দুই পুত্রের নামে লিখে দিয়েছে।
সর্বশেষ পুত্র সেলিম ও স্ত্রীর চাপে বৃদ্ধ সামশুল আলম নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয় বলে বৃদ্ধ সামশুল আলমের কন্যারা জানিয়েছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে দখল করার বিষয়টি নিয়ে কথা বললে পুত্র সেলিমের দাবি তার পিতা স্বেচ্ছায় তাদের সম্পতি লেখে দিয়েছেন। তার বোনরাই বাড়ি থেকে তাদের বাবাকে নিয়ে গেছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে লিখে নিয়ে বাড়ি ছাড়ার ঘটনার বিষয়টি জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান নুরুল আবসার বাশি বলেন বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:৫৩)
  • ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০