শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী গ্রন্থসহ মাইজভাণ্ডারী ত্বরিকার গ্রন্থ উপহার প্রদান করা হয়। গত শনিবার রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের জম্মদিনে এ গ্রন্থ উপহার দেয়া হয়।মাইজভাণ্ডারী ত্বরিকার প্রর্বত্বক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী জীবনী গ্রন্থ ও মাইজভাণ্ডারী ত্বরিকার গ্রন্থ রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে তুলে দেয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাউজান প্রেস ক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ।এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।