শাহাদাত হোসেন:রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশে ঘেরা রাউজানের১০নং পুর্ব গুজরা ইউনিয়ন।এই ইউনিয়নের প্রতিটি সড়কের দু”পাশে রোপন করা নানা প্রজাতির ফলজ গাছ।সড়কে লাগানো
সারি সারি ফলজ গাছে দিন দিন বাড়িয়ে তুলেছে সবুজ সবুজের সৌন্দর্য।এছাড়াও বড়ঠাকুর পাড়া থেকে শুরু হওয়া মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খালের দু”পাড়ে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে এবি এম ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ক নামকরণ করেন।খালের দু”পাড়ের চার লেন করে১০ হাজার বেশি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানো দৃষ্টিনন্দন এই পার্ক বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে।সেখানে পথচারী ও দর্শনার্থীদের সকল প্রকার সুযোগসুবিধা
নিশ্চিত করতেই খাবারের রেস্টুরেন্ট ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।পাশাপাশি কোমলমতি শিশুদের জন্য দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিনোদনের স্পট গড়ে তোলা হবে।
পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ বলেন, রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় প্রতিটি সড়কের পাশে ফলজ গাছের চারা রোপন করেছি।পরিচর্যা করার পর সড়কের পাশে রোপন করা ফলজ গাছে ফলন দেয়া শুরু করেছে।ভরাট হওয়া মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খাল খনন করে বর্ষার মৌসুমে পানি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।শুস্ক মৌসুমে খালের মধ্যে জেয়ার ভাটার পানি চলাচলে প্রতিবন্ধকতা দুর করে এলাকার কৃষকেরা খাল থেকে সেচের মাধ্যমে পানি তুলে বোরো ধানের চাষাবাদ করে।ভরাট হওয়া মোবারক খাল ও কাঠাল ভাঙ্গা খালের দু”তীরে ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ক গড়ে তোলা হয়েছে। ফজলে করিম চৌধুরী পার্ক ও ফারাজ করিম চৌধুরী পার্ককে নান্দনিক পার্ক হিসাবে গড়ে তোলা হবে।