নিউজ ডেস্কঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে জামালপুরের মেয়ে আরিফা আক্তার প্রেমিকের বাড়িতে এসে অনশন করে বিয়ে করেছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জের পুর্ব ধানুয়া মিজির বাড়ীতে এ ঘটনা ঘটে। ঐ রাড়ির বাবুল মিজির ছেলে রিয়াদ মিজির সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে।
মেয়ে আরিফা আক্তার ও ছেলে রিয়াদ মিজি ঢাকায় পাশাপাশি এলাকায় বসবাস করতো। ৬ বছর পুর্বে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । গত ৯ সেপ্টেম্বর রিয়াদ মিজি প্রবাসে যাবে তাই তার নিজ এলাকায় চলে আসে। মেয়ে আরিফা আক্তার ছেলের সাথে যোগাযোগ করতে না পেরে প্রেমিক রিয়াদ মিজির বাড়িতে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার চলে আসে । সে রিয়াদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করে । পরে স্থানীয়রা ৯৯৯ কল করে । কল পেয়ে ফরিদগঞ্জ থানার এস আই আবেদ ঘটনাস্থলে আসে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ছেলের পরিবার ও মেয়ের সম্মত্তিতে রাত ৯ টায় ২ লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
উল্লেখ্য আরিফা আক্তারের বাড়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের ভাতখাওয়া গ্রামে। সে ঢাকা বসবাস করতো।