কুড়িগ্রামে মামলার এক ঘন্টার মধ্যে কিশোরীকে উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেপ্তার

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে খালার বাড়ি যাওয়ার সময় ৯ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার তিন মাস পরে কিশোরীর মা বাদী হয়ে চিলমারী মডেল থানায় সুজন মিয়া (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন। এদিকে মামলা হওয়ার এক ঘন্টার মধ্যে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। গত ৭ মে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট থেকে গাবেরতল এলাকায় যাওয়ার সময় কিশোরীকে অপহরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ ও থানা সূত্র বলছে, রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২) র্দীঘ দিন থেকে ৯ম শ্রেনী পড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিত। ওই যুবকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে বিষয়টি ওই মেয়ে তার বাড়িতে মায়ের কাছে জানায়। এরপর সুজন মিয়ার বাড়িতে বিষয়টি জানায় কিশোরীর মা। কিন্তু এরপর গত ৭ মে ফকিরেরহাট থেকে গাবেরতল এলাকায় খালার বাড়ি যাওয়ার সময় মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন স্থানীয় লোকজন বাধাঁ দিলে ও আটক করতে পারেনি। পরে ওই কিশোরীকে অটো-রিকশাতে করে নিয়ে যায়। অপহরণের ঘটনাটি কিশোরীর মা জানতে পারলে বিয়ষটি নিয়ে অভিযুক্ত যুবকের পরিবারের কাছে আপোষ করতে গেলে সুজনের পরিবার বিভিন্ন ভাবে কাল ক্ষেপন করেন। পরে কোন উপায় না পেতে গত রোববার থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ এক ঘন্টার মধ্যে ওই যুবক কে গ্রেপ্তার করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার কিশোরীর মা থানায় এসে অপহরণের অভিযোগ করেন। পরে অভিযোগের এক ঘন্টার মধ্যে ছেলে-মেয়ে কে উদ্ধার করে দু’জনকেই থানায় আনা হয়। সোমবার বিকেলে ছেলে-মেয়ে দু-জনকেইআদালতে পাঠানো হয়েছে। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক তাই মেয়েকে ও আদালতে পাঠানো হয়েছে, বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:৫৫)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১