আওয়ামী লীগ জোটে নেই জাতীয় পার্টি: জিএম কাদের

নিউজ ডেস্কঃ

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, নির্বাচন বর্জনের বিষয়ে দলীয়ভাবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

সম্প্রতি জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর দলের ভেতরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে, রাঙ্গা দাবি করেন, রওশন এরশাদকে বাদ দেয়ার প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করা হয়েছে।

ভোরের কাগজ

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৮:৩৭)
  • ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০