নিউজ ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাণ্ডে হাসতে বাধ্য হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানে চলমান সাংহাই কো-অপারেশন সামিটের ফাঁকে তাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এমন ঘটনার সূত্রপাত হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট। শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাঁধে বিপত্তি! কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি। বাধ্য হয়ে চাইতে হল সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।
এ ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির সাবেক ক্ষমতাসীন এই দল জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ ঘটনা লজ্জাজনক।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস