প্রতিমায় কাঁদা-মাটির কাজ শেষে রংতুলিতে সাজিয়ে তোলা হচ্ছে দেবীর রূপে

 

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা।এ দুর্গাপূজা জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাউজান উপজেলার মৃৎশিল্পীরা।উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়,কাঁদা-মাটি,বাঁশ,খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায় হলেও চলছে রংতুলির কাজ।শিল্পীদের রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ।এ উপজেলার ২৪৭টি পূজামণ্ডপে চলছে আলোকসজ্জা কাজও।যেন দম ফেলার ফুসরত নেই ডেকোরেশন মালিক ও প্রতিমা তৈরির কাজে নিযোজিত মৃৎশিল্পীদের।প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দ উৎসব ও পূজার নানান আনুষ্ঠিকতা নিয়ে ব্যস্ত গৃহিনীরা।রাউজান সদর ফকির হাটের থানা রোডের পাশে কালী বাড়িতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী নান্টুপাল জানান,এ বছর ২৫- ৩০টি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছি ২৫ হাজার থেকে ৪ড় হাজার টাকার মধ্যে।প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়-চলছে রংতুলির কাজ।রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সাধারন সম্পাদক সুমন দে বলেন,রাউজানে এবার সব মিলিয়ে ২৪৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।পূজা চলাকালে পুলিশ, আনসার সদস্যদের পাশাপশি স্বেচ্ছাসেবকরা পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সর্বমোট ২৪৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।প্রতিটি পূজা মণ্ডপে যেন সনাতন ধর্মালম্বীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা পালন করতে পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলেও জানান তিনি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল্লাহ্ আল হারুন বলেন,শারদীয় দুর্গোৎসব চলাকালে নিরাপত্তায় পুলিশ টহলের ব্যবস্থা করা হবে।আগামি ১ অক্টোবর শনিবার থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১১:০০)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০