রাউজানে অবৈধ অস্ত্রসহ একাধিক মামলার আসামি মানিক আটক

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্রসহ একাধিক মামলার আসামি মো. মানিক (৪৫)কে আটক করেছে পুলিশ।রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহম্মদের পুত্র।রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন জানান, রবিবার রাতে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে রাস্তার উপর মানিক লুঙ্গির পিছনে গোঁজানো অবস্থায় অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাউজান থানায় দুইটি অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।তিনটি মামলা আদালতে বিচারাধীন। সোমবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:২৯)
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১