শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজানের ৩নং চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা এলাকায় সর্তা খালের পাড়ে জবর দখলে থাকা ৯৬ শতক আয়তনের সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।নোয়াজিষপুর মৌজার ৯৬ শতক আয়তনের এ জায়গায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।উদ্ধার করা এ জমি বর্তমান বাজার মূল্য ২কোটি ৫০ লাখ টাকা হবে বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার জানান।