অন্যায় অবিচার যেখানে হবে, সেখানে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে- মেয়র জমির উদ্দিন পারভেজ

 

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের গর্বিত প্রাচীনতম সংগঠন। ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শিক ধারায় দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে অন্যায় অবিচার যেখানে হবে, সেখানে মূখ্য ভূমিকা রেখে শিক্ষার্থীদের কল্যাণে পাশে দাঁড়ানো। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসির নেতৃত্বের প্রতি অবিচল থেকে ছাত্রলীগকে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী বছরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি নির্বাচনে অতন্ত্র প্রহরী হিসাবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। রাউজানের রাজনৈতিক অভিবাবক এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ ঐক্যবন্ধ ছিল এবং আগামীতেও থাকবে। তিনি গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় রাউজান পৌরসভা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, পৌর যুবলীগের সাধারণ সস্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, জেলা ছাত্রলীগের সাবেক পাঠ চক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগ নেতা মনির তালুকদার,তানভীর চৌধুরী,নাছির উদ্দিন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,ইমরান হোসেন জীবন,জুয়েল চৌধুরী,বেলাল হোসেন সিপাত মিরাজ রায়হান, শরিফুল হক মুন্না,মো. ইমন, মো. সাকিব,।সনেট বড়ুয়া, প্রীতম দাশ, মো. তায়চন প্রমুখ। বর্ধিত সভায় সভাপতি বক্তব্যে অনুপ চক্রবর্তী বলেন, কোন ভাই লীগের কর্মী বা নেতাকে পৌরসভার ওয়ার্ড কমিটিতে স্থান হবে না। বঙ্গবন্ধুর আদর্শে ও ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে অবিচল থাকা কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হবে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ বলেন, আগামী নির্বাচনের আগে ছাত্রলীগকে সুসংগঠিত করা হবে। নয় ওয়ার্ডে সম্মেলন করে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:২৮)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০