শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আসন্ন দুর্গাপূজা কে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে পরিদর্শন করলেন পাটগ্রাম উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।
উপজেলার ঘোষপাড়া দুর্গা মন্দির, সরকারের হাট দুর্গা মন্দির, বটতলা কালীরডাঙ্গা হরীমন্দির, লক্ষ্মী নারায়ন মন্দির, বাউরা বাজার দুর্গা মন্দির, প্যারাপুকুর মহাশ্মশান দুর্গা মন্দির সহ অন্যান্য মন্দির পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু মৃণাল রঞ্জন রায়।