নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপরে আওয়ামী লীগ নেতা রফিকউল্লাহ ( রফিকউল্লাহ কোম্পানি) খুন।
আজ ২৪শে সেপ্টেম্বর শনিবার চাঁদপুর শহরের নতুন বাজার সফিনা বোডিংস্থ নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হেদায়েত উল্যাহ কোম্পানির ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী রফিকউল্লাহ (৭০)।
তাঁকে ছুরিকাঘাত করা হলে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান পৌর মেয়রসহ আওয়ামীলীগের অসংখ্য নেতা কর্মীরা। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও প্রসাশনের কর্মকর্তারা উপস্থিত হয়ে খোঁজ খবর নিচ্ছেন। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।