তানোরে মাদক সেবন অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই সহযোগী আটক

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মাদকসেবন অবস্থায় নিয়মিত মামলার আসামী রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুয়েলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, তানোর পৌর এলাকার চাপড়া মিরাপাড়া গ্রামের মুনতাজ আলীর পুত্র মিজানুর রহমান জুয়েল,গোকুল গ্রামের শহিদুল ইসলাম এবং কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের আজিজ প্রভাষকের পুত্র শিমুল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান জুয়েল ও তার দুই সহযোগী শিমুল ও শহিদুল ইসলাম তানোর পৌর এলাকার তালন্দ বাজারে হাট চালিতে বসে থেকে মাদক সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের মাদক সেবন অবস্থায় গ্রেফারত করা হয়। এসময় আসামীদের কাছে থেকে কিছু ঘুমের ঔষধ ও ফার্মেসীর সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও এই জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুয়েলকে তানোর গোল্লাপাড়া বাজারে একটি গার্মেন্স দোকান থেকে প্যান চুরি করার জন্য আটক করে বাজার বণিক সমিতির মাধ্যমে জরিমানা করে ছাড় দেয়া হয়। এছাড়া তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমাুনের কার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করারবঅপরাধে মামলা করা হলে জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে শহর থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (দুপুর ১২:০৭)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১