হাইমচরে পূর্বশত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪

 

স্টাফরিপোর্টার

হাইমচর উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নে জনতা বাজার পূর্ব পাশে পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এব্যপারে সরজমিনে গিয়ে জানাযায়, দক্ষিণ আলগী ইউনিয়নের দুলাল আখন এর পরিবারের উপর এই বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এতে দুলাল আখন, পারভিন, শুমি, রাকিব সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার সময় জনতা বাজার সংলগ্ন চরভাঙ্গা গ্রামের আখন বাড়িতে, আমাতুল্লাহ আখনের ভাই শরপুতউল্লাহ আখন, সবুজ, আনোয়ার আখন, শামসুল আখন ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোঃ দুলাল আখনের পরিবারের উপর এ হামলা চালায়। বর্বরোচিত এ পৈচাসিক সন্ত্রাসী হামলায় দুলাল আখন তার ছেলে সাকিব আখন শুমি আহত হয়। স্থানীয়রা আহত দুল্লাল আখনের পরিবারকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আহত ব্যাক্তির শারীরিক অবস্থার আশংকা দেখাদিলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা তাদের রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। বর্তমানে আহত দুল্লাল আখন এর পরিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।

আহতের স্বজনরা হাইমচর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের করেন।

দুলাল আখনের মেয়ে শুমি জানান আমার শিশু সন্তানকে আনোয়ার আখন, সবুজ আখন আমার কোল থেকে চিনিয়ে নিয়ে বেদম মারপিট করেন।

ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরুদ্ধে সুস্থ বিচারের দাবি জানান।
এবিষয়ে আমাতুল্লাহ আখনের ভাই
শরপুতউল্লাহ আখন, সবুজ, আনোয়ার আখন, শামসুল আখন এর সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:১৩)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০