মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি,প্রতিবন্ধি,অসহায় দুস্থ্য ও সেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাক্ষে,
প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান জানান উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১৬ জন শিক্ষার্থীকে ৬৪ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্টির দরিদ্র অসহায় ১৬ জন ব্যাক্তিকে ৬৪ হাজার,সাধারন অসহায় ২০ জন ব্যাক্তিকে ৬০ হাজার এবং ৯টি সেচ্ছাসেবী সংগঠনকে এক লাখ ৭১ হাজার টাকাসহ মোট দুই লাখ ৯৯ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
শেষে সেখানে দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের সহায়তায় শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উপলক্ষে
উপজেলার ৫৯টি পুঁজা মন্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ
দেয়া হয়।
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১