শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
গহিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার সকাল ১১টায় গহিরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহিরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম।সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন দিলু।বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাহাঈীর মুন্সি,খোরশেদ মেম্বার, জসিম মুন্সি, ফয়সাল মেম্বার, যু্বলীগ নেতা নোমান, জামসেদ, রুবেল,মহিউদ্দিন, মামুন,আবছার সওদাগর, আক্কাস,আজম সিহাব, সোহেল,হেলাল,তাঁজউদ্দিন, প্রবাসী জাসেদ ইকবালসহ আওয়ামীলীগ,যু্বলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।