মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২নং ওয়ার্ড (হাইমচর উপজেলা) সদস্য প্রার্থী খুরশিদ আলম শিকদার এর তালা মার্কা সমর্থনে ৬ নং চরভৈরবী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল
৩ টায় হাইমচর উপজেলা যুবলীগ আহবায়ক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা মার্কা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, সদস্য প্রার্থী মোঃ খুরশিদ আলম শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, ৬ নং চরভৈরবী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ইউপি সদস্য রুহুল আমিন মেম্বার, দাদন প্রধানীয়া, আলমাস বকাউল, আজিজ গোলদার, আব্দুল কাদির হাওলাদার, পারভেজ হাওলাদার, দেলোয়ার সরদার, নান্টু ভুইয়া, মমিন দালাল, নাজমা বেগম, লায়লা আঞ্জুম ভানু, লিপি বেগম।
সভায় বক্তারা বলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত সদস্য প্রার্থী মোঃ খুরশিদ আলম শিকদার কে আগামী ১৭ অক্টোবর তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।।