রক্ত দিন জীবন বাঁচান এবং হাসি ভাগাভাগি করে এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের মানবতার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল দশটায় চাঁদপুর গভর্নমেন্ট সরকারি টেকনিক্যাল হাই স্কুলে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উদ্বুদ্ধ করন সহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ব্লাড ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সুমন মিজি ও সাধারণ সম্পাদক সিয়াম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট কবিরর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী।
আরো উপস্থিত ছিলেন, তরপুচন্ডী ইউনিয়ন যুবলীগ মোল্লা শাহাজান , চাঁদপুর জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি মোঃ হান্নান গাজী, চাঁদপুর জেলা ছাত্রলীগ সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রাকিব মিয়াজি, ১৫ নং ওয়ার্ডের ছাত্রলীগ ক্রীয়া সম্পাদক সম্পাদক সবুজ হাসান, তারুণ্যের মানবতার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাইনুল ইসলাম রাফি প্রমুখ।