অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের বর্ষাইল- মল্লিকপুর সড়কে সকাল ১১টার সময় দুই হাজার তাল বীজ রোপন করেছেন বর্ষাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক ডি.এম মনিরুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী স্বপন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কৃষক লীগের সভাপতি মো. আবদুল বারী বেলু, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. আল মামুনুর রশিদ, ছাত্র লীগের আহবায়ক, শিশির কুমার মন্ডল, মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড সংসদের সদস্য রাজু আহমেদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.হারুন অর রশিদ সহ অত্র ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা।
বর্ষাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক ডি.এম মনিরুল ইসলাম মিন্টু বলেন, বাংলাদেশ যতদিন রবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাম ততোদিন রবে। তাঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে মাত্র ২হাজার তাল বীজ রোপন করেছি এই গাছ গুলো একদিন গাছ গুলো বড় হবে। যতো দিন এই গাছ গুলো বেঁচে থাকবে ততো দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মানুষের মুখে মুখে রবে। আমরা হয়তো একদিন থাকবোনা কিন্তু এই গাছ গুলো থাকবে মানুষকে বজ্রপাত থেকে রক্ষা করবে। মানুষকে ছায়া দিবে ফল দিবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই রোপন করেছি এসব তাল গাছ। এক দিন এই তালবাগানের দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে আসবে নানা বয়সী মানুষ। নির্মল প্রকৃতির নির্যাস নিতে ক্ষণিক সময় পার করেন দর্শনার্থীরা।