তানোর প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মহানগরীর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বরৃষিয়ান রাজনীতি বীদ মীর ইকবাল হোসেনকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা আওয়ামীলীগে আয়োজনে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ পিরিচ প্রতীকের রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, জেলা সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা,মহিলা লীগের সভাপতি মুর্জিনা বেগম, জেলা সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু,
মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, পাচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু, পাচন্দর ইউপি সদস্য গাফফার, সরনজাই ইউপি সদস্য সইবুর রহমান, কোরবান আলী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, কাউন্সিলর ইন্তাজ মোল্লা, মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ হাসান, মুন্ট প্রমুখ। এসময় উপজেলার সাত ইউনিয়ন পরিষদের সাধারন ও সংরক্ষিত সদস্য এবং দুই পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সকল প্রতিনিধিরা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন কে একযোগে সমর্থন করার পাশাপাশি বিজয়ী হলে তানোর উপজেলার দিকে নজর দেওয়ার দাবি জানান।