December 8, 2021, 4:10 am

অথৈ বুড়ির ছড়া – গাজি আব্দুল আউয়াল সবুজ

এই যে আমরা দেখতে পাচ্ছি
ফুটফুটে এক বুড়ি,
যে এসেছে আহাদ-শাম্মী
দম্পতির কোল জুড়ি।
এই বুড়িটা জন্মের আগেই
হারালেও দাদা-দাদি,
তার আছে এক সোনাভাইয়া
নাম হলো যার আদি।
মনের সুখে ভাইয়ার সাথে
করে নানান খেলা,
টেরও পায় না কখন যে তার
পার হয়ে যায় বেলা।
এ বুড়িটার নাম জানতে চান
একটা নাম তার অথৈ,
তার উপরে নয়নমণি,লক্ষ্মমণি
আছে আরো কতই।
কথা যদিও বলে না সে
নাচতে পারে ভালো,
তার ছোঁয়াতে ঘরটা সদা
হয়েই থাকে আলো।
দাঁত না ওঠায় আজও বুড়ি
খায় না নাড়ু-মোয়া,
কারো কাছে চায় না কিছুই
চায় সে শুধুই দোয়া।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!