December 8, 2021, 5:08 am

ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান

হাফিজুর রহমান : চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান চুয়াডাঙ্গা বাসিকে জানিয়েছেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় তিনি বলেন ইসলাম ধর্মাবলম্বীদের বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর। অপরটি, ঈদ উল আযহা। বাংলাদেশের মত মুসলিম অধ্যুষিত দেশ গুলিতেও পালিত হবে ঈদ উল ফিতর। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ আতঙ্কিত ও বিপর্যস্ত। তাই মুসলমানরা নিজের মত করে এবারের ঈদুল ফিতর উদযাপন করতে পারবে না।
করোনা ভাইরাসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিম্ন আয়ের মানুষগুলো ৷ তাই আমাদের আশে-পাশের নিম্ন আয়ের মানুষগুলোর প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান। এছাড়া আরো বলেন, বৈশ্বিক পরিস্থিতি অনুকূলে না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে এবং সহকারী প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা মেনে আমরা সকলে মিলে যাতে এই ঈদুল ফিতর উদযাপন করতে পারি সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন। পরিশেষে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সকল শ্রেণী ও পেশার মানুষকে চুয়াডাঙ্গা থানার পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ঈদের সময়টা নিজ নিজ পরিবারের সঙ্গে কাটানোর অনুরোধ জানিয়েছেন। চুয়াডাঙ্গা বাসির সুস্থতা, দীর্ঘজীবন ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!