September 22, 2021, 12:19 pm

News Headline :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা “খ” জোনের মতবিনিময় মধুপুরে তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন দেশে করোনায় ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, “সুষ্ঠ সাংস্কৃতি চর্চায় ভূমিকা রাখবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব —————– খাদ্যমন্ত্রী রাউজানে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ শরীফের প্রস্তুতি সভা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন। রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চুয়েটের এক কর্মচারী- সড়কের পাশে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি পটিয়ায় ইয়াবা সহ ২জন আটক পলাশে এক নারীর স্বর্ণ চুরি করতে গিয়ে ৭ নারী আটক জাতিসংঘ ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী

কচুয়ার বিএনপি নেতা দেওয়ান মানিকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

সুজন পোদ্দারঃ
কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ কর্মহীন, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় স্বরন মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে যে সমস্ত অসহায় খেটে খাওয়া রিকশাচালক, দিনমজুর, গরিব, গৃহবন্দী রয়েছে এমন ২ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিতরনী শেষে দেওয়ান মানিক বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী করোনার কারণে খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। যতদিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন আমি আমার সাধ্যমত অসহায়, দিনমজুর মানুষের পাশে থাকবো। কচুয়া বিভিন্ন এলাকায় বিত্তবানদের দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা গবীর মানুষের পাশে দাঁড়ান। তারা আপনার ও আমার ভাইবোন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!