August 2, 2021, 1:13 pm

করোনায় বেতনের টাকায় অসহায়দের পাশে রাকিব

[শাহিনুর ইসলাম প্রান্ত]
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অনেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ফলে খাদ্য সংকটে পড়েছে খেঁটে খাওয়া দুস্থ মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মোঃ আব্দুল্লাহ আল রাকিব নিজের বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল,আলু ও সাবান কিনে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তিনি হর্টেক্স ফাউন্ডেশন এনএটিপি-২ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত আছেন।

রবিবার উপজেলার চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন।এবং তার নিজের গ্রামে প্রিয় অসহায় মানুষের কাছে পৌঁছে দিবেন!

মোঃআব্দুল্লাহ আল রাকিব বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার ২ মাসের বেতনের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।

চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!