June 19, 2021, 3:15 pm

News Headline :
নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক চা শ্রমিকের মজুরী হারের খসড়া সুপারিশ বাতিলের দাবী চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত জামালপুর জেলার করোনা পরিস্থিতি অবনতি, ৩জনের মৃত্যু চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ দেশে করোনায় ৪৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৬৭ জন নরসিংদীতে কমেছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৬ জন চাঁদপুরে সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিঃ এর মেকানিক ও গ্রাহক সভা অনুষ্ঠিত কবিতাঃ বউ – মেহেদী হাসান মিলন আজমিরী দরবারশরীফ ও আজমিরীগঞ্জ নামের ইতিকথা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতি নামক ঘোষিত নতুন সংগঠন অবৈধ

ছাত্রলীগ মানেই অপকর্মকারী, ভাবা অন্যায় : সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগ মানেই হল দখল, টেন্ডারবাজি, দুনীর্তিসহ সব অপকর্ম করে এমনটা ভাবা অন্যায়।’

তিনি বলেছেন, ‘আমাদের সময় ছাত্র রাজনীতির স্বর্ণযুগ ছিল। কিন্তু আজকে তথাকথিত সুশীল সমাজ ও বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে।’

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে ছাত্রলীগ।

আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের রাজনীতি শুরু ছাত্রলীগের মধ্য দিয়ে। সে কারণেই আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা ছাত্রলীগের রাজনীতির চর্চার মধ্য দিয়েই এসেছে। ছাত্রলীগ থেকে রাজনীতির প্রশিক্ষণ হয়। নতুন নতুন জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়। আমরা অনেকেই ছাত্রলীগকে নিয়ে টিটকারি করি। তারা অল্প বয়সী। তারা ভুল করতেই পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কোনো দিন স্বাধীন হতো না। অনেকই বলবেন, ‘কেন হতো না।’ আমি বলব, স্বাধীনতার পর এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মত কোনো নেতা আসেননি।’

তিনি বলেন, ‘রাজনীতিতে ষড়যন্ত্রসহ প্রত্যেকটা ঘটনা থেকে উপলব্দি করতে পারবেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই আজকে এ অবস্থায় এসেছে। ভাগ্যের কারণে শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত আছেন।’

শেখ কামালের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কামাল ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ স্মৃতি আছে। সে আমার বন্ধু।’

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন মুক্তাদির চৌধুরী এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!