June 19, 2021, 2:49 pm

News Headline :
নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক চা শ্রমিকের মজুরী হারের খসড়া সুপারিশ বাতিলের দাবী চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত জামালপুর জেলার করোনা পরিস্থিতি অবনতি, ৩জনের মৃত্যু চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ দেশে করোনায় ৪৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৬৭ জন নরসিংদীতে কমেছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৬ জন চাঁদপুরে সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিঃ এর মেকানিক ও গ্রাহক সভা অনুষ্ঠিত কবিতাঃ বউ – মেহেদী হাসান মিলন আজমিরী দরবারশরীফ ও আজমিরীগঞ্জ নামের ইতিকথা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতি নামক ঘোষিত নতুন সংগঠন অবৈধ

নওগাঁ হাজিপাড়ায় কয়েকজন বন্ধুর উদ্যোগে ২৫০,টি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ।

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারাবিশ্বে যখন কোভিড -১৯ / করোনা ভাইরাসের মহামারী তান্ডব চলছে তার ছোয়া পড়েছে বাংলাদেশেও , সেই সাথে কোরোনা ভাইরাসের এ মহামারি ঠেকাতে সরকারি ও বেসরকারি ভাবে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ তারা এই অবস্থায় খাদ্য সেবাসহ বিভিন্নভাবে সাধারণ মানুষদের সচেতন মূলক সহযোগিতা করে আসছে।

তারই অংশ হিসেবে ৯ এপ্রিল নওগাঁ সদর উপজেলার হাজি পাড়া, ফতেহপুর, বক্তারপুর গ্রামে পার নওগাঁ হাজি পাড়ার কয়েকজন বন্ধু এর উদ্যোগে ২৫০টি অসহায় গরীব পরিবারের মাঝে
মাঝে খাবার সামগ্রী হিসাবে চাল, ডাল ,আলু ,লবণ ও সাথে একটি করে সাবান বিতরণ করা হয়।

এই বিষয়ে আশিক আহমেদ সুমন বলেন, আমরা সবসময় কোনো-না-কোনোভাবে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেই উদ্যোগে আজ আমাদের সাধ্যমত ২৫০টি পরিবারের মাঝে কিছুটা হলেও সহায়তা পৌঁছে দিয়েছি , সকল মানুষদের সচেতন থাকতে বলেছি ও অযথা ঘর থেকে বের হতে নিষেধ করেছি।

তিনি আরো বলেন,আমি মনে করি সমাজের প্রতিটা বিত্তবান মানুষ ও যে সকল সংগঠন রয়েছে তারা যদি এভাবেই আমাদের মত অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাহলে আজকের এই সংকট ময় মুহূর্তে কাউকে অনাহারে থাকতে হবে না। সে সময় উপস্থিত ছিলেন মোঃসুমন( Sn), মোঃতুষার মোল্লা, মোঃমুন্না, মোঃরউফ,মোঃভিগি,মোঃঅপু,
মোঃপাভেল সহ আরো অনেকেই।

অন্তর আহম্মেদ
নওগাঁ ০১৭৪২ ১৬২৩৫৫

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!