January 22, 2022, 8:58 pm

News Headline :
যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করি- চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ইবিকে বাস উপহার দিলো অগ্রণী ব্যাংক করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ২৮.০২ মতলব উত্তরে নিশ্চিতপুর কল্যাণমূলক সংগঠনের শীতবস্ত্র বিতরণ ছেংগারচর পৌর আওয়ামী লীগের শীতার্তদের কম্বল বিতরণ ফরাজীকান্দি ইউপি’র চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিমের দায়িত্ব গ্রহন ও শোকরানা মিলাদ হাজীগঞ্জে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু চিলমারীতে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মাঠে-ঘাটে চলছে দৌড় ঝাপ। শেরপুরে যুব সংস্থার উদ্যোগে শীতবস্র ও খাতা-কলম বিতরণ সোনারগাঁয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং কালচার

নকলায় ইউপি চেয়ারম্যান পদে যুবলীগ নেতা অনিকের নৌকা প্রতীকের প্রার্থিতা ঘোষণা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থিতা ঘোষণা করেছেন গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা অনিক। ১১ ডিসেম্বর শুক্রবার রাতে গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ে ইউপি যুবলীগের নেতাকর্মী, ভোটার, শুভাংকাঙ্খি ও সাংবাদিকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই ঘোষণা দেন যুবলীগ নেতা অনিক। গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: হযরত আলীর সভাপতিত্বে এবং সহসভাপতি জাহাঙ্গীর রউফ শিবলুর সঞ্চালনায় ওই সময় এক আলচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মো: খাজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দাস, প্রচার সম্পাদক সুলতান আহমেদ, মুক্তিযেদ্ধা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। এসময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ ও উপ-কর্মসূচী পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদ, টালকী ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক মামুন আকন্দ এবং ছাত্রলীগ কর্মী নেওয়াজ শরীফসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪নং গৌড়দ্বার ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী, স্থানীয় সাধারন ভোটার ও বিভিন্ন গনমাধ্যমের স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত গৌড়দ্বার ইউপি যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাংকাঙ্খি ও স্থানীয় ভোটারদের সমর্থনে গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থিতা ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হুদা অনিক। উল্লেখ্য নাজমুল হুদা অনিক সমাজ সেবায় অবদান রাখতে শশী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও গৌড়দ্বার আদর্শ উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এ দু’ সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর দরিদ্র, অসহায়, শীতার্ত ও বন্যার্তদের মাঝে বস্ত্র, কম্বল ও খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছেন তিনি। তার এসব কর্মকান্ডের জন্য তিনি সর্ব মহলে প্রসংশিত হয়েছেন। নাজমুল হুদা অনিক বলেন, নৌকা প্রতীক নিয়ে আগামী ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি ইউনিয়নবাসির সেবা করতেে চাই। এজন্য তিনি গৌড়দ্বার ইউনিয়নের সর্ববস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!