August 2, 2021, 12:13 pm

নান্দাইলে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৩টি গরু ছাগল ভস্মিভূত

মোঃ ফজলুল হক ভুঁইয়া(ময়মনসিংহ)
নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ধূরুয়া পূর্বপাড়া  গ্রামের অাবু তাহের নুরুল্লাহ ওরফে সালাম ও তাঁর সহোদর ভাই অাব্দুল বারেকের গোয়াল ঘরে এক অগ্নিকান্ডে গরু,ছাগল,কবুতর ভস্মিভূত হযেছে বলে জানা গেছে। শুক্রবার রাত ১২ টার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় সুত্রে  জানা গেছে।এতে আব্দুল বারেকের ২টি গরু অাবু তাহের ওরফে সালামের ১ টি গরু ১টি ছাগল ও ১০ জোড়া কবুতর পুড়ে ছাই হযে যায়। এব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সালামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন মশা তাড়ানির ধোঁয়া থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে ৩ টি গরু ১টি ছাগল ও ১০ জোড়া কবুতর পুড়ে ছাই হয়।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!