August 2, 2021, 12:44 pm

পাবনা জেলার করোনা আপডেট

রাজিবুল করিম রোমিও, স্টাফ রিপোর্টার: 

পাবনা জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় সর্বশেষ ৭ জনের নমুনা নেগেটিভ এসেছে।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) আরও ৫৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিলো।

সময়ের সংবাদ কে পাবনা সিভিল সার্জন অফিস জানায়, গত কয়েকদিন সর্বমোট ৮১ জনের নমুনা পাঠানো হয়েছিলো এর মধ্যে ৬০ জনের নমুনা নেগেটিভ এসেছে।

বাকীগুলার রিপোর্ট দু’একদিনের ভেতর পাওয়া যাবে এবং কেউ পজেটিভ হলে আইইডিসিআর থেকে ঘোষণা করা হবে বলেও সময়ের সংবাদ কে জানিয়েছে পাবনা সিভিল সার্জন অফিস।

পাবনার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর সময়ের সংবাদ কে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

পাবনায় এখনো কেউ সনাক্ত হয়নি তবে ঝুঁকিতে আছে। করোনা প্রতিরোধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

এক্ষেত্রে বর্তমান ঢাকা-নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন তাদের অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে এবং সকলকে ঘরে থাকতে পরামর্শ দেন পাবনার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর।

রাজিবুল করিম রোমিও,

পাবনা জেলা প্রতিনিধি।

01712-092074

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!