January 29, 2022, 6:56 am

পুরাণবাজার দাসপাড়ায় শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের পুরাণবাজার দাস পাড়া কালী মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব অনুষ্ঠিত হয়েছে।১০ নভেম্বর ২৪ কার্তিক মঙ্গলবার সন্ধ্যায় শত শত প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তবৃন্দের আর্তির মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
দাসপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এদিন প্রদীপ প্রজ্বলনকারী ভক্তগণ নিজেদের মানস
কামনায় দেশের এবং বিশ্বের মানুষের শান্তি ও
কল্যাণ করে প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর রাতুল চরণে
প্রার্থনায় অংশ নেন।
প্রদীপ প্রজ্বলন শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সন্ধ্যা সোয়া সাতটার সময় জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় পুরাণবাজার ডিগ্রী কলেজ ঘাট মেঘনা নদীতে। প্রজ্জ্বালিত ভাসমান প্রদীপের আলো আলোকিত হয়ে উঠে নদী তীরবর্তী স্থানসমূহ।
উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপাড়া মন্দির কমিটির উপদেষ্টা ও চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নেপাল চন্দ্র সাহা,
ঘৃত প্রদীপ প্রজ্জলন উদযাপন পরিষদ সভাপতি- আশীষ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক শাওন দাস,সহ সভাপতি ডাঃ শম্ভু নাথ দাস,কালী মন্দির কমিটির সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক গৌতম দাস, দুর্গা মন্দির সভাপতি প্রদীপ দাস,মন্দির কমিটির সুভাষ চন্দ্র দাস, বিভাস দাস, শনি রাম দাস, শ্যামসুন্দর দাস, অঞ্জন দাস, পরেশ চন্দ্র মজুমদারসহ দাসপাড়া কালী ও দুর্গা মন্দির কমিটি এবং ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব কমিটির অন্যরা।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!