December 8, 2021, 3:38 am

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ থেকেঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে মোঃ ওয়ালিদ হাসান (৬) নামে নুরানী শাখার ২য় জামাতে পড়ুয়া এক শিশু পানিতে ডুবে মৃৃৃত্যু হয়েছে। বুুধবার (১৯ মে) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মৃৃত ওয়ালিদ হাসান বিষুরবন্দ গ্রামের মোঃ শিপন মিয়ার ছেলে। শিশু মোঃ ওয়ালিদ হাসান বোয়ালিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নূরানী শাখার ২য় জামাতের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা কেএম হাসানের দেয়া তথ্য সূত্রে জানা যায়, সহপাটিদের সাথে খেলা করতে গিয়ে ওই শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তার খেলার সাথী অন্য শিশুরা এসে বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার মোঃ কামরুল হাসান জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!