December 9, 2021, 11:00 am

News Headline :
আবারো অধিকার আদায়ে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা। শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা হাতিয়ায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২১ পালিত টাঙ্গাইলের মধুপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ফুলবাড়ীতে ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন অবহিত করন সভা। আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান মজিবুল আলম সাদাত সোনারগাঁয়ে বিলুপ্তির পথে বেত ও বেত ফল নকলা মুক্ত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অলোচনা সভা

মানসিক ভারসম্যহীন মাকে নিয়ে থাকা অসহায় শিশু রুবিনাকে অর্থ সহায়তা প্রদাণ

ইমাম হোসেন হিমেল।
পটুয়াখালীর কলাপাড়ায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে থাকা অসহায় শিশু রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী ফজলুল হক। বুধবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে ফজলুল হকের পক্ষে এ অর্থ সহায়তা রুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন ও স্থানীয় সমাজ কর্মী হাসান পারভেজ। গত বছর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ‘মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে ভিক্ষায় চলে জীবন’ এমন সংবাদ প্রচারিত হয়।

অসহায় শিশু রুবিনা বলেন, অসুস্থ মাকে নিয়ে জীবন যাপন করতে কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার ঘর দেয়ায় নিরাপদে বসবাস করছি। আজকে এই নগদ অর্থ পেয়ে মাকে নিয়ে ভালো ভাবে ঈদ করতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, পত্রিকার মাধ্যমে তার অবস্থা জানতে পেরে উপজেলা পরিষদের পক্ষ থেকে রুবিনাদের জমিসহ একটি ঘর প্রদান করেছি। সর্বশেষ এ অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের এ সকল মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!