June 22, 2021, 10:25 pm

News Headline :
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে RHP Organization কুষ্টিয়ায় দেড় মাসের শিশুর করোনা শনাক্ত চাঁদপুর চান্দ্রায় বিলে মজিবুর রহমান খান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা জনসচেতনতামূলক অভিযানে ১৪টি মামলায় ৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড লাকসাম পুলিশের অভিযানে ৪ হাজার ৬’শ ৩০ টি ইয়াবাসহ ৩ জনকে আটক নোয়াখালীতে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার ও অভিযোগ পত্র দাখিল। দোয়ারাবাজারে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি শেষ হলো নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’, এবার মুক্তি অপেক্ষায় দুর্গাপূজায় মোবাইলের গেইমস খেলা নিয়ে বিরোধ, মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ৫ এক শিং গরুর তাবিজ!

শিবগঞ্জ সোনালী ব্যাংকের সামনে করোনা সংক্রামক বিস্তার রোধে নিয়মের কোন বালায় নেই ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত সোনালী ব্যাংকেই মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। গত ৩ দিন থেকে গাদাগাদি করে গ্রাহকরা ব্যাংকের সামনে টাকা উত্তোলনের জন্য অপেক্ষা করছেন।সামাজিক দুরত্ব তো দুরের কথা গ্রাহকদের চাপে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। অনেকের মুখে মাক্স বা হ্যান্ড গ্লোবস পর্যন্ত নেয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বৃদ্ধ ক্ষোভের সাথে জানান, তারা চাকুরি শেষ করে পেনসন তুলতে সকাল ৯টা থেকে লাইনে দাড়িয়ে আছেন।অনেক গ্রাহকের কারনে তারা বাধ্য হচ্ছেন লাইনে দাড়িয়ে টাকা তুলতে। লাইনে বিশৃঙ্খল অবস্থা যেন না হয় এজন্যই কেউ কাউকে ছাড় না দিতে সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা বলে দাবী তাদের।
এ ব্যাপারে শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের প্রভাষক গোলাম মোস্তফা মামুন জানান, ভেতরে নিয়ম মানা হলেও বাইরে এ অবস্থার জন্য কর্তৃপক্ষ ও গ্রাহকরা দায়ী। সামাজিক দুরত্ব ও মাক্স পড়ার নিয়ম না মানলে টাকা দেয়া হবেনা বা আগে আসার ভিত্তিতে একটি তালিকা করে সে তালিকা অনুযায়ী গ্রাহকদের ডেকে টাকা দেয়ার জন্য ব্যাংকের আনসারগণ যদি দায়িত্ব পালন করেন তবে এ সমস্যা থেকে উত্তোরন হতে পারে।তিনি আরও জানান, এখন এ সমস্যা প্রশাসন সমাধান না করতে পারলে কয়েকদিন পরে বেসরকারী শিক্ষকদের বেতন ভাতা তোলার সময় সমস্যাটি আরও প্রকোট আকার ধারন করবে।
বিষয়টি জানতে সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ পিয়াউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ব্যাংকের ভেতরে তারা নিয়ম মেনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্প্রে করার কর সামাজিক দুরত্ব মেনে গ্রাহকদের ভেতরে প্রবেশ করাচ্ছেন।বাইরের বিষয়টি দেখার জন্য শিবগঞ্জ থানা ও প্রশাসনকে জানানো হয়েছে।
প্রসঙ্গত: শিবগঞ্জ সোনালী ব্যাংকে ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিধবা ,বয়ষ্ক,প্রতিবন্ধি. পেনসন ভাতা , সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের কয়েক লক্ষ গ্রাহক টাকা উত্তোলন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!