May 16, 2021, 2:33 pm

News Headline :
চিলমারীতে লকডাউন উপক্ষো করে ব্রহ্মপুত্রের পাড়ে হাজার মানুষের ঢল, ডানতীর রক্ষা প্রকল্প এলাকায় পার্কসহ পর্যটন গড়ে তোলার দাবি। চিলমারীতে গৃহবধূর লাশ উদ্ধার। মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নদী ভাঙন রোধ ও বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অথৈ বুড়ির ছড়া – গাজি আব্দুল আউয়াল সবুজ ঈদে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নবাবগঞ্জ জাতীয় উদ্যানে হাজারো মানুষের ঢল নওগাঁয় সোভ বর্ধনে কৃষ্ণ ও রাধা চূড়ার গাছ লাগিয়ে তাল বেলালের ব্যতিক্রমি ঈদ উৎযাপন সামাজিক সংগঠন বহ্নিশিখার ঈদ পূর্ণমিলনী, বহ্নিশিখা কর্মগুনে কচুয়া বাসির হৃদয়ে স্থান করে নিয়েছে——মুজাম্মেল হক পংকির ঈদের ছুটি শেষ, কর্মস্থলে ফিরছেন মানুষ, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়। ফেনীর জয়চাঁদপুর,সোনাপুর ও চম্পক নগর অঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ১ দিনে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১১

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় নতুন করে আরো ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া একদিনে সর্বোচ্চ মৃত্যুবরন করেছেন ৩ জন। শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। নমুনা পরিক্ষার তুলনায় আক্রান্তর সংখ্যা ২১ শতাংশ।

তিনি জানান, ১৬ এপ্রিল শুক্রবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী ৫২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।। আক্রান্তরা ব্যক্তি হলেন, – ১জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কান্দারগাঁও,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দৈলেরবাগ, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চান্দেরকির্তী, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জয়রামপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদি, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভাটিচর, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –ফুলবাড়িয়া, মোগরাপাড়া ও কাঁচপুুর পাঠাত্তা ১ জন মহিলার দেহে কোভিট-১৯ আক্রান্ত হয়েছেন।

এছাড়া একই দিনে কাঁচপুর পাঠাত্তা এলাকায় ৬৪ বছরের এক মহিলা, মোগরাপাড়া কোম্পানীগঞ্জ ১ জন মহিলা ও মোগরাপাড়ার ভৈরবদী এলাকায় ৫০ বছরের ১ জন পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ১০৪৭ জন (মৃত্যু-৩২ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৪৭ জন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!