June 24, 2021, 7:08 am

News Headline :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ জুয়াড়ি আটক,নগদ টাকা ও বাইক উদ্ধার মধুপুরে ইমামদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির প্রাক- বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয় তাহিরপুরে শিক্ষা অফিসে ঘুষের টাকা না দেওয়ায় শিক্ষক প্রাণনাশের হুমকি রোটারি ক্লাব অব পার্ল কর্তৃক করোনায় কাজ হারানো ব্যক্তিদের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও কাপড় প্রদান কবি আলী আক্কাস তালুকদারের বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক আজ সন্ধ্যার পর দেখা যাবে স্ট্রবেরি মুন নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ১১ জনের করোনা শনাক্ত রাউজানে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারঃ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার দেশে বাড়তে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

হরিনায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৫ জেলে আটক

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন হরিনা নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীতে জাটকা মাছ ধরা অবস্থায় ১হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৫ জেলেকে আটক করা হয়েছে।
৮ ই এপ্রিল সকাল ৮ ঘটিকর সময় ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসনাত জামান ও সঙ্গীয় অফিসার ইনচার্জ
মোঃ হাসনাত জামান জানায়, জাটকা রক্ষা অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর থানাধীন বহরিয়া ঘাটের সামনে মেঘনা নদী হতে মাছ ধরা অবস্হায় লক্ষ্মীপুর ইউনিয়নের শরিফ ভূইয়া -(২২).পিতা-মৃত-মনির হোসেন। মোঃশাহাদাত ভূইয়া (১৭)পিতা আঃমান্নান ভূইয়া। নাছির ভূইয়া (১৭) পিতা মোঃ জাহাঙ্গীর ভূইয়া। মোঃ শাব্বির ভূইয়া (১৪) পিতা মোঃ রফিক ভূইয়া।মোঃ তারিখ ভূইয়া (১৪) পিতা মান্নান ভূইয়া ৫জন জেলেকে এ সময় ১০০০ মিটার কারেন্ট জাল সহ তাদেরকে আটক করা হয়। তিন জনকে ১০০০ টাকা করে এবং দুই জনকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা সেলিনা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে আসামীদ্বয়কে ৪০০০ টাকা জরিমানা করেন এবং নির্দেশক্রমে তাদেরকে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!