সাবান ও পানি দিয়ে ধোয়া যাবে এই স্মার্টফোন

গ্লাস প্রোটেক্টর থেকে ব্যাক কভার সবই লাগিয়েছেন। তবুও ধুলো ময়লার হাত থেকে সাধের স্মার্টফোনটিকে বাঁচাতে পারছেন না? চিন্তায় চিন্তায় মাঝে মাঝেই চোখ চলে যায় সাধের ফোনটির দিকে। কিন্তু, আর মনে হয় আপনাকে বেশিদিন ভাবতে হবে না। কারণ তারা এই সমস্যার সমাধানসূত্র বের করে ফেলেছে বলে দাবি করেছে জাপানের একটি সংস্থা। এখন ময়লা জমলেই পানি ও সাবান দিয়ে অনায়াসেই ধুয়ে ফেলতে পারবেন আপনার স্মার্টফোনটিকে।

বাজারে ওয়াটারপ্রুফ স্মার্টফোন বেশ কয়েকদিন আগেই এসেছে। কিন্তু, সাবান দিয়ে স্নান করাতে পেরেছেন কি? তারাই প্রথম এই রকম হ্যান্ডসেট বাজারে আনতে চলেছে বলে দাবি জাপানের ওই টেলিকম সংস্থার। ওই সংস্থার মুখপাত্র বলেন, “ফোনটিকে ৭০০ বারের বেশি ধুয়ে পরীক্ষা করে দেখেছে আমাদের ডেভলপমেন্ট টিম।” তাদের অনলাইন বিজ্ঞাপনেও এই বিষয়টি তুলে ধরেছে সংস্থাটি। যেখানে দেখা যাচ্ছে, একটি শিশু খাবারের প্লেটে ফোনটিকে ফেলে দেয়। তা দেখে বাড়ির অন্যরা চিন্তিত হয়ে পড়লেও সবাইকে আশ্বস্ত করতে দেখা যায় শিশুটির মাকে, যিনি নোংরা হলেই জল দিয়ে ফোনটিকে ধুয়ে নেন। তবে সব ধরনের সাবান দিয়ে এটি ধোয়া যাবে না বলে সংস্থার তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে আপাতত শুধু জাপানের বাজারেই মিলবে এই স্মার্টফোন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:০১)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০