ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল

 

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও: প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় সাবেক এমপি র নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য খাদেমুল ইসলামের পুত্র ডেপুটি কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট, দুবাই শাহেদুল ইসলাম সাহেদ তার নিজ উদ্যোগে শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ সময়ে তিনি প্রধানমন্ত্রী জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় দোয়া শেষে, বলেন মাননীয় প্রধানমন্ত্রী আজ সাধারণ মানুষের কথা ভেবে প্রতিনিয়ত উন্নয়ন করে যাচ্ছে। সব সময় সাধারণ মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছে। তার পাশে থেকে আমরা সব সময় তাকে সহযোগিতা করে যাব।

দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম শিশুসহ সাধারণ মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:৫৮)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ