চাঁদপুর পদ্মা-মেঘনায় মা ইলিশ ধরায় ২০ জেলে গ্রেফতার

নিউজ ডেস্ক – পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর নৌ থানায় গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত জেলেরা হলেন-রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ সৈয়াল (২৫)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ফোকাস মোহনাকে বলেন, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২০জন জেলেকে ইলিশ নিধনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী ৮জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:০৩)
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১