রাউজানে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন ও আলোচনা সভা

 

শাহাদাত হোসেন সাজ্জাদ রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া।রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প,অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করা হয়।এতে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল-কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা তথ্য কর্মকর্তা সুবর্না সুমাইয়া, রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম।উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:৪৭)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০