নাঈম মিয়াজী :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তরে ৫নং ওয়ার্ডে আলাউদ্দিন সরকার নির্বাচিত হয়েছেন। ১৭ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮৪ টি ভোটর মধো কাস্ট হয়েছে ১৮১ ভোট। এর মধ্যে আলাউদ্দিন সরকার তালা প্রতিক ৭১ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা পয়েছে ৬৫ ভোট। এছাড়াও মিনহাজ উদ্দিন খান হাতি প্রতিক পেয়েছে ২৫ ভোট এবং এ এম ইসা পাটোয়ারী টিউবওয়েল প্রতিক পেয়েছে ২০ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য পদে তাছলিমা আক্তার আখি ফুটবল পেয়েছে ১০৬ ভোট, নাজমা আক্তার আখি দোয়াত কলম পেয়েছে ৩৮ ভোট। রওশন আরা রত্না টেলিফোন পেয়েছে ২৯ ভোট, শামসুন্নাহার শান্তা পেয়েছে দেওয়াল ঘরি ৬ ভোট, রোকেয়া বেগম বই প্রতিক পেয়েছে ২ ভোট।
চেয়ারম্যান পদে ওসমান পাটোয়ারী মোবাইল প্রতিক পেয়েছে ১০০ ভোট এবং জাকির হোসেন আনারস পেয়েছে ৮১ ভোট।
নির্বাচিত হওয়ার পর আলাউদ্দিন সরকার বলেন, আমি মতলবের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে মূল্যবান ভোট দিয়ে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করেছে আমি যেন তাদের প্রতিদান দিতে পাড়ি।
মতলব উত্তরে এই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।